Your cart is empty, and it looks like you haven’t added anything yet.
বাড়িতে বা অফিসে একাধিক কম্পিউটার থাকলে প্রায়ই দেখা যায়—সব কম্পিউটার থেকে একটি প্রিন্টার ব্যবহার করার প্রয়োজন হয়। বিশেষ করে যখন একটি রাউটার আছে, কিন্তু ইন্টারনেট নেই, তখন অনেকেই বুঝতে পারেন না কীভাবে একাধিক পিসি থেকে একটিমাত্র প্রিন্টারে প্রিন্ট করা সম্ভব। এই ব্লগে একদম নতুনদের মতো করে স্টেপ–বাই–স্টেপ, ছবিবিহীন কিন্তু অত্যন্ত সহজ ভাষায় সম্পূর্ণ গাইড দেওয়া হলো। শুধু ধাপগুলো অনুসরণ করলেই আপনি সহজেই ৫টি কম্পিউটারকে এক প্রিন্টারের সাথে কানেক্ট করে প্রিন্ট নিতে পারবেন।
একটি লোকাল নেটওয়ার্ক তৈরি করাই হচ্ছে মূল কাজ। ইন্টারনেট দরকার নেই।
যদি পিসিগুলোতে Wi-Fi থাকে:
👉 মনে রাখবেন:
সব পিসি অবশ্যই একই নেটওয়ার্কে থাকতে হবে।
এই কম্পিউটারটি হবে Server PC
কারণ এই পিসি থেকেই প্রিন্টার শেয়ার হবে অন্য পিসিগুলোতে।
এটা ঠিক থাকলে পরবর্তী ধাপে যান।
এখন আমরা প্রিন্টারটিকে নেটওয়ার্কের মধ্যে অন্য পিসিগুলোকে অ্যাক্সেসযোগ্য করে দেবো।
Control Panel → Devices and Printers → প্রিন্টারের ওপর রাইট-ক্লিক → Printer Properties → Sharing Tab
এখানে নিচের দুটি জায়গায় টিক দিন—
✔ Share this printer
✔ Render print jobs on client computers (থাকলে)
এরপর Apply → OK
এখন প্রিন্টার সফলভাবে শেয়ার হলো।
এবার ৪টি Client PC থেকে শেয়ার করা প্রিন্টার অ্যাড করতে হবে।
👉 কিবোর্ড থেকে Windows Key + R চাপুন
👉 Run বক্স খুললে টাইপ করুন:
এখানে Server-PC-Name হলো সেই PC-এর নাম যেখানে প্রিন্টার লাগানো আছে।
আপনি চাইলে এখান থেকেও PC Name দেখতে পারেন:
👉 This PC → Right Click → Properties → Device Name
👉 Enter চাপুন।
👉 শেয়ার করা প্রিন্টার দেখালে শুধু Double Click করুন।
👉 Windows স্বয়ংক্রিয়ভাবে প্রিন্টার ইনস্টল করে দেবে।
এভাবে প্রত্যেক পিসিতে একইভাবে প্রিন্টার অ্যাড করুন।
এখন সব কম্পিউটার থেকে একটি করে Test Page প্রিন্ট দিন।
👉 যদি সব ঠিক থাকে, তাহলে প্রিন্ট হবে।
👉 না হলে কোন error দেখালে সেটা দেখে ঠিক করা যাবে।
Server PC যদি Sleep বা Standby হয়ে যায় →
অন্য কম্পিউটারগুলো থেকে প্রিন্ট যাবে না।
Control Panel → Power Options → Change when the computer sleeps → Put the computer to sleep: Never
এতে PC সবসময় Active থাকবে এবং প্রিন্টিং সমস্যা করবে না।
➡️ Printer Queue → "Use Printer Offline" টিক তুলে দিন।
➡️ সব পিসি একই Wi-Fi / LAN নেটে আছে কিনা চেক করুন।
➡️ Server PC-কে Static IP দিন।
➡️ Control Panel → Firewall → Allow File and Printer Sharing ✔
ইন্টারনেট ছাড়াই মাত্র একটি রাউটার ব্যবহার করে খুব সহজেই আপনি ৫টি কম্পিউটারের জন্য একটি প্রিন্টার শেয়ার করতে পারেন। এই সেটআপ অফিস, দোকান, সাইবার ক্যাফে, কোচিং সেন্টার এবং বাসায় বেশ কার্যকর।
সবচেয়ে ভালো দিক হলো—
✔ রাউটার থাকলেই হবে
✔ অতিরিক্ত খরচ নেই
✔ সব পিসি থেকে একসাথে প্রিন্ট সম্ভব
You need to Sign in to view this feature
This address will be removed from this list